স্টিভ জবস কি বিটকয়েন এর আবিষ্কারক সাতোশি নাকামোতো?

স্টিভ জবস কি বিটকয়েন এর আবিষ্কারক সাতোশি নাকামোতো?

টেক খবর শিখুন

ম্যাকবুকের ভেতর একটি বিটকয়েন white paper পাওয়া গেছে পিডিএফ হিসেবে। সেই থেকে ধারণা করা হচ্ছে স্টিভ জবস হচ্ছেন আসল সাতোশি নাকামোতো।

চলুন দেখা যাক এই ধারণা টুকু কত টুকু সত্যি ?

Twitter এ চলছে ভোটিং। এই খবর লেখার সময় পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১২ হাজার।

নেট দুনিয়া তে বিভিন্ন মানুষ এই ধারণার পালে হাওয়া দিচ্ছেন। এই ধারণা যদি সত্যি হয়, বিটকয়েন এর দাম কি আরো বাড়বে?

Andy Baio নামের একজন টেকনোলজিস্ট এই সপ্তাহে বিটকয়েন সম্পর্কিত একটি white paper তার ম্যাকবুকে খুঁজে পেয়েছেন। সেই থেকে চিন্তা করা হচ্ছে স্টিভ জবস হচ্ছেন বিটকয়েন এর রহস্যময় আবিষ্কারক সাতোশি।

Baio এর ভাষ্যমতে বিটকয়েন এর পিডিএফটি ২০১৮ সাল থেকে ম্যাকবুকে গোপন করে রাখা হয়েছে।

আপনি কি হ্যাকিং শিকার?

ভিকটিম হিসেবে আপনার এখন কি করা উচিত?  

আপনার কি ম্যাকবুক আছে? পিডিএফটি দেখতে পারবেন তাহলে এই ভাবে:

open /System/Library/Image\ Capture/Devices/VirtualScanner.app/Contents/Resources/simpledoc.pdf

সাতোশি ২০১০ সালের ডিসেম্বরে হারিয়ে যান, আর স্টিভ জবস মারা গেছেন ২০১১ এর অক্টোবর। এর পর থেকে বিটকয়েন এর আবিষ্কারক হিসেবে কেউ সামনে আসেনি। Lark Davis এর মতে ২টি সময় খুব কাছাকাছি।

আপেল এর সহ প্রতিষ্ঠাতা Steve Wozniak এর মতে ম্যাকবুকে বিটকয়েন এর পিডিএফ থাকা তে কিছুই প্রমান হয় না। তার ভাষ্যমতে স্টিভ জবস আপেল এর অনেক কিছুর উদ্ভাবক ছিলেন। কিন্তু স্টিভ জবস আসলে বিটকয়েন তৈরী করার মতন প্রোগ্রামার ছিলেন না।

নেট দুনিয়া তে চলছে মাতামাতি। দেখা যাক স্টিভ জবস এর খবরে বিটকয়েন এর দাম এর কোনো হেরফের হয় কিনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *