ফেসবুক পেজ থেকে কতরকমভাবে আপনি অর্থ উপার্জন করতে পারবেন তা নির্ভর করে আপনি কি ধরণের ফেসবুক পেজ তৈরি করেছেন তার উপরে। আপনার কি (follower) অনুগামীদের সংখ্যা বাড়তে থাকা ফ্যান পেজ আছে? নাকি আপনি একজন গ্রুপ অ্যাডমিন?
ফেসবুক পেজ থেকে উপার্জন করার নির্দিষ্ট কয়েকটি উপায় এখানে দেওয়া হল:
ইন-স্ট্রিম অ্যাডস
ইন-স্ট্রিম অ্যাডস হল ছোটখাটো অ্যাড যা আপনার ভিডিওর আগে, মাঝখানে বা পরে ফেইসবুক দেখিয়ে থাকে। আপনি যদি আপনার ফেসবুক পেজে নিয়মিত ভিডিও পোস্ট করেন, তাহলে এটি অর্থ উপার্জন করার একটি আদর্শ উপায়।
ক্রিয়েটর স্টুডিও -তে গিয়ে বা ইন-স্ট্রিম অ্যডস ল্যান্ডিং পেজে গিয়ে আপনাকে ইন-স্ট্রিম অ্যডস সক্রিয় করতে হবে। আপনার ভিডিওতে অ্যাড অন্তর্ভুক্ত করার আগে ফেসবুক ভিডিওটি রিভিউ করে দেখবে মনেটাইজ করার জন্য সেটি যথাযথ কিনা।
আবার আপনিও চাইলে কিছু ধরণের অ্যাড ব্লক করতে পারবেন। মনে করুন আপনি যদি ছোটদের জন্য কোন ভিডিও পোস্ট করেন সেক্ষেত্রে আপনি অ্যালকোহলের বিজ্ঞাপন ব্লক করতে পারেন।
ইন–স্ট্রিম অ্যাডস সক্রিয় করার জন্য ফেইসবুক এর শর্ত কি?
ইন-স্ট্রিম অ্যডস এর সাহায্যে উপার্জন করতে হলে:
- আপনার ফেসবুক পেজে অন্তত ১০,০০০ অনুগামী থাকতে হবে
- গত ৬০ দিনে তিন মিনিটের বেশি লম্বা ভিডিওতে অন্তত ৩০,০০০ এক মিনিটের বেশি ভিউ থাকতে হবে।
ব্র্যান্ডগুলির হয়ে প্রচার করুন (Influencer marketing)
আপনি কোন ব্র্যান্ডের সঙ্গে সমঝোতায় আসতে পারেন যে আপনি তাদের প্রোডাক্টগুলি সম্পর্কে কনটেন্ট পোস্ট করবেন যা আপনার অনুগামীদের প্রভাবিত করবে আর তার পরিবর্তে ব্র্যান্ডটি আপনাকে অর্থ দেবে।
ব্র্যান্ডগুলি এই ধরণের মার্কেটিং স্ট্র্যাটেজি সাধারণত পছন্দ করে কারণ এতে কিছু বিশেষ ধরণের পাঠকদের কাছে তাদের পরিচিতি বাড়ে। আর আপনি যদি আপনার অনুগামীদের ইনফ্লুয়েন্স করতে পারেন তাহলে তাদের ব্র্যান্ডটির প্রোডাক্টগুলি কেনার ভালোরকম সম্ভাবনা তৈরি হতে পারে।
ব্র্যান্ডেড কনটেন্ট পোস্ট করার জন্য আপনাকে ফেসবুকের অনুমতি নিতে হবে। ফেসবুকের ব্র্যান্ডেড কনটেন্ট টুল -এ অ্যকসেস চেয়ে আপনি ব্র্যান্ডেড কনটেন্ট পোস্ট করার ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যোগ্যতা নির্ধারণ করতে পারবেন। একবার অনুমোদন পেয়ে গেলে আপনি ‘ব্র্যন্ডস কোলাব ম্যানেজার’ টুল -এ অ্যাকসেস পাবেন।
এখানে আপনাকে একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। আপনার পোর্টফোলিও ব্র্যান্ডগুলিকে জানাবে আপনার পাঠকরা আগ্রহ, লিঙ্গ, বয়স, ইত্যাদির ভিত্তিতে তাদের জন্য আদর্শ কিনা।
সদস্যপদের (membership) পরিবর্তে টাকা নিন
আপনি যদি কোন ফেসবুক গ্রুপের অ্যডমিন হন, তাহলে আপনি সদস্য পদের বিনিময়ে উপার্জন করতে পারবেন। সদস্যরা আপনার ফেসবুক পেজে পোস্ট করা কনটেন্টে অ্যাকসেস পেতে সাপ্তাহিক, মাসিক বা ত্রি-মাসিক ভিত্তিতে আপনাকে টাকা দেবেন।
এইভাবে আপনি তখনই ভাল উপার্জন করতে পারবেন যখন আপনি আপনার সদস্যদের ‘ভ্যালু ফর মানি’ দিতে পারবেন।
আপনার ফেসবুক গ্রুপ থেকে তাদেরকে আপনাকে এমন কিছু দিতে হবে যা তাঁরা অন্য কোথাও পাবেন না। ফ্রি ট্রায়াল দিয়ে আপনি আপনার সদস্যদের এবং তাদের ‘ফ্রেন্ড’-দের অবগত করতে পারেন তাঁরা কি পাবেন।