rollercoaster accident killed one, injured seven in stockholm, sweden

সুইডেনে রোলারকোস্টার ভেঙে ১ জন নিহত, ৭ জন আহত

তথ্য ভ্রমণ

২৫শে জানুয়ারী, রবিবার দুপুর বেলায় স্টকহোল্ম এর গ্রোনা লুন্ড এ দুর্ঘটনায় ৭ জন আহত এবং এখন জন মারা গেছে।

রোলারকোস্টার এর একটি বাহন ভেঙে অনেক উপর থেকে নিচে পরে যায়। সুইডিশ টেলিভশন SVT এর ভাষ্যমতে বাহনটি তে অনেক মানুষ ছিল।

রোলারকোস্টার ১৯৮৮ সাল থেকে চলছে। এটার স্পিড ঘন্টায় প্রায় ৯০ কিঃমিঃ।

গ্রোনা লুন্ড কর্তৃপক্ষ, Cecilia Bjorling, এফপি (AFP) কে বলেছেন যে – দুঃখজনক ভাবে এক জন মারা গেছেন।

স্টকহোল্ম এর পুলিশ জানিয়েছে যে সাত জন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতাল এ নেয়া হয়েছে।

উপর থেকে পরে যাওয়ার কারণেই এই হতাহত হবার ঘটনা ঘটেছে – Helena Bostrom, পুলিশের তরফ থেকে জানিয়েছেন।

সুইডিশ ইমার্জেন্সি সার্ভিস থেকে Hakan Eriksson জানিয়েছেন – সকাল ১১:৩৯ টায় তারা এই দুর্ঘটনা সম্পর্কে জানতে পারে।

সুইডেন এর অনেকেই এই ঘটনায় অবাক হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রী Parisa বলেছেন – “আমি কয়েকদিন আগে আমার পরিবার সহ ঘুরে এসেছি। আমি চিন্তা ও করতে পারছিনা কিভাবে একটা সুন্দর দিন এই রকম আতংক ছড়িয়ে দিতে পারে” .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *