ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে নতুন একটি তথ্য শেয়ার হচ্ছে।
অ্যাপেল কোম্পানি তাদের নতুন আপডেটে মানুষের লোকেশন শেয়ার করার অপশন দিচ্ছে।
তাতে সমস্যা কোথায়?
ইনস্টাগ্রামে কোন পোস্ট করলে সেখানে আমার লোকেশন দেখা যেতে পারে।
সেই লোকেশন দেখে চাইলে কোন অপরাধী আমাকে হয়তো ট্র্যাক করতে পারবে। আর সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই প্রাইভেসির একটা বিশাল সমস্যা।
ইনস্টাগ্রাম তাদের পোস্ট দিয়ে বলছে যে এই তথ্যটি সত্য নয় তারা এই লোকেশন অন্য কাউকে শেয়ার করে না.
তবুও সাবধান হতে দোষ নেই।
আমরা প্রতিদিনই হয়তো বিভিন্ন রকমের অ্যাপ ইউজ করি। সব এপ্প এ লোকেশন দরকার হয় না।
ফেইসবুক ইনস্টাগ্রম গুগল ম্যাপ কিংবা অন্য যে কোন ধরনের ম্যাপে লোকেশন ব্যবহৃত হয়।
চাইলেই সেই লোকেশন অপশনটি আমরা আমাদের অ্যাপ থেকে বন্ধ করে দিতে পারি।
উদাহরণ হিসেবে আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে কিভাবে precise লোকেশন বন্ধ করতে হয় সেটা দেখাচ্ছি।
প্রথমে আই ফোনের সেটিংস এ যান। তারপর ইনস্টাগ্রাম লিখে সার্চ করুন।
ইনস্টাগ্রামে ক্লিক করলে আমরা লোকেশন নামে একটা অপশন পাবো।
নিচের দিকে গেলে প্রেসেন্ট লোকেশন অপশনটি দেখা যাচ্ছে। এখন চাইলে আমি এই লোকেশন অপশনটি বন্ধ করে দিতে পারি।
ইনস্টাগ্রাম বলছে তারা লোকেশন শেয়ার করে না। এই লোকেশন ডাটা ইনস্টাগ্রাম নিজেই হয়তো ব্যবহার করে।
ইনস্টাগ্রাম আমি এমনভাবে ব্যবহার করিনা যার জন্য আমার বাসার ঠিকানা ইনস্টাগ্রামের জানা প্রয়োজন।
আপনার জন্য ও কি তাই ? নিচে কমেন্ট করে জানাবেন।